ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দেখা নেই ভোটারের। এদিন ভোটগ্রহণ শুরুর প্রথম এক ঘণ্টায় কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র একটি।
আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এই কেন্দ্রে অবস্থান করে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ৬টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এক নম্বর কক্ষে ভোটার সংখ্যা ৪২৯ জন। এই কক্ষে সকাল সাড়ে ৮টায় ভোট দিতে আসেন জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা তুহিনা রহমান (চম্পা)। সকাল ৯টা পর্যন্ত ওই কক্ষসহ পুরো কেন্দ্রে একটি ভোটই পড়ে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ১২৫ জন।
সাজেদা বেগম ও সুমা বেগম নামে দুই ভোটার বলেন, ভোট দিতে এসেছিলাম। কিন্তু ভোটার স্লিপ দেওয়ার জন্য বাইরে কাউকে পায়নি। ভোট কক্ষেও কেউ আমার ভোট খুঁজে দিতে পারেনি। তাই ভোট না দিয়েই বাসায় চলে যাচ্ছি। পরে আবার আসব।
প্রিজাইডিং কর্মকর্তা আবু হানিফ মুন্সী বলেন, এখনও সব কক্ষে সকল প্রার্থীর এজেন্ট এসে পৌঁছেনি। এ ছাড়া ভোটার উপস্থিতিও কিছুটা কম।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন (ঘােড়া), সৌদি আরবের রিয়াদস্থ আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী সেলিম রেজা (দোয়াত), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শােভন (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল কারিম (মোটরসাইকেল)।
এর আগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ান।