কচুয়ায় অসহায় ও বিধর্মীদের পাশে মুফতি আনিসুর রহমান কাসেমী: শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের কচুয়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী।

আজ (তারিখ) কচুয়া উপজেলার ৫নং সহদেবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলিয়ারা গ্রামে তার উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনা থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শীতের কষ্ট লাঘবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল দর্শন।”

স্থানীয়রা জানান, তীব্র শীতে এমন উদ্যোগ তাদের জন্য অনেক স্বস্তি এনে দিয়েছে। তারা এ মানবিক সহায়তার জন্য মুফতি আনিসুর রহমান কাসেমীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ