
চাঁদপুরের কচুয়ায় আগামি ২ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে আগমন করতে যাচ্ছেন ইসলামী আন্দোলনের প্রখর ভাষণশিল্পী, তৌহিদি জনতার নেতা, শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক। এই জনসভাকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আজ শনিবার (২৬ জুলাই) কচুয়ায় এক গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার এমপি মনোনীত প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া জামিয়া ইসলামীয়া আহমদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, নিচিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, পৌর সভাপতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম, জেলা পর্যায়ের দায়িত্বশীলগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “মাওলানা মামুনুল হকের আগমন শুধু একটি জনসভা নয়, বরং এটি হচ্ছে আমাদের দ্বীন, উম্মাহ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার মঞ্চ। তাঁর সাহসিকতা, চিন্তাধারা ও উম্মাহ কেন্দ্রিক রাজনীতি আমাদের নতুন যুগের দিশা দিয়েছে।”
বক্তারা আরও জানান, জনসভা সফল করতে প্রতিটি মসজিদের খতিবদের মাধ্যমে প্রচারণা চালানো হবে, এলাকাভিত্তিক টিম গঠন করে দাওয়াতি কাজ চালানো হবে এবং ছাত্র-তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, কচুয়া ডিগ্রি কলেজ মাঠে ২ আগস্ট বিকেল ৩টায় বিশাল এই জনসভা অনুষ্ঠিত হবে। স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় কচুয়া ও আশপাশের এলাকা থেকে লাখো মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা।