কচুয়া প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া পৌরসভার কাউন্সিল অধিবেশন শনিবার জমজম হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় দায়িত্বশীলদের পরামর্শক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য পৌর কমিটি ও যুব মজলিস উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
পৌরসভা কমিটির নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা রিয়াসুল হক মজুমদার সভাপতি, হাফেজ সাইফুল ইসলাম সেক্রেটারি, মাওলানা হেলাল শফী সাংগঠনিক সম্পাদক ও হাফেজ হুমায়ুন কবির বাইতুল মাল সম্পাদক। মোট ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
অন্যদিকে, যুব মজলিস কচুয়া উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম (জামিল), সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবু ইউসুফ, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা মোস্তফা, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা শাহপরান এবং সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা নাছির।
সভায় বক্তারা নবগঠিত দুই কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এ কমিটি ইনশাআল্লাহ আগামী দিনে খেলাফতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করবে।