
চাঁদপুর–১ (কচুয়া) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কচুয়ার মাটি ও মানুষের নেতা মুফতি আনিসুর রহমান কাসেমী দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
গত ১২ ডিসেম্বর তিনি কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের উজানী বিএমপি বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং কচুয়ার সার্বিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতি বিষয়ে তাদের মতামত শোনেন।
গণসংযোগের অংশ হিসেবে মুফতি আনিসুর রহমান কাসেমী স্থানীয়ভাবে সুপরিচিত আলেমে দ্বীন কুতুবে আলম ক্বারী ইবরাহিম (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি উজানী মাদরাসা পরিদর্শন করেন এবং মাদরাসার সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এদিন তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি, আইনপুর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠা, দ্বীনি মূল্যবোধ রক্ষা এবং সমাজ থেকে জুলুম-অনিয়ম দূর করতে হলে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।”
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব সরাসরি তাঁর সামনে তুলে ধরেন। মুফতি আনিসুর রহমান কাসেমী মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, একজন আলেম ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে মুফতি আনিসুর রহমান কাসেমীর এই গণসংযোগ কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।




