
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে চাঁদপুর কচুয়া উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২আগষ্ট) সন্ধ্যায় কচুয়া পৌরসভা সংলগ্ন এক মিলনায়তনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগঠনে যোগ দেন।
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত দলীয় সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস আদর্শভিত্তিক ইসলামী আন্দোলনের ধারক ও বাহক। আমরা কচুয়া উপজেলাকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি বলেন, “ ইসলামের সোনালি ইতিহাস আমাদের শিক্ষা দেয়—যতদিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ চলবে, ততদিন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
কচুয়া পৌরসভা শাখার সভাপতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, সহ-সভাপতি কাজী আবু হানিফ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহসান হাবিব ও মাওলানা কারী বেলাল হুসাইন প্রমুখ।