কিশোরগঞ্জের করিমগঞ্জে নোয়াবাদ এলাকার দুর্গাভিটা স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানবতার কল্যাণে এ ধরনের যুগোপযোগী কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। সেবা’র এই উদ্যোগ প্রশংসনীয়, বিএনপির পক্ষ থেকে আমি তাদের অভিনন্দন জানাই।
ক্যাম্পে প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। নাক-কান-গলা, গাইনী, শিশু ও চক্ষু রোগসহ বিভিন্ন বিভাগের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী সেবা দেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ফরহাদ জানান, প্রবাসীদের সহযোগিতা ও ১৫০ জন সদস্যের অর্থায়নে “সেবা” নিয়মিত ব্লাড ক্যাম্প, বন্যাদুর্গতদের সহায়তা, গৃহনির্মাণসহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উপদেষ্টা পরিষদের সদস্য জুবায়ের সাইদ ইবনে মানিক বলেন, সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও মানবিক সহায়তাও আমরা দিয়ে যাচ্ছি।
প্রধান সমন্বয়ক মো. আল ইমরান জানান, প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনের সাথে যুক্ত আছেন এবং আজকের ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাদিন চিকিৎসা দিয়েছেন।
সেবার সহায়তা পাওয়া করিমগঞ্জের গৃহবধূ মোছা: শিরিন আক্তার (৩৩) বলেন, আমার শিশুর হার্টের সমস্যায় ওপেন হার্ট সার্জারির জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল, যা আমার পক্ষে সম্ভব হয়নি। তখন সেবা প্রতিষ্ঠান আমাকে সহায়তা করে। এখন আমার ছেলে পুরোপুরি সুস্থ। আজীবন আমি কৃতজ্ঞ থাকব।
অন্যদিকে স্থানীয় মোছা: জমিলা আক্তার (৫৫) জানান, টাকার অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা খুবই খুশি।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মাহবুবুল আলম নয়ন, সালাউদ্দিন, আব্দুর রশিদ মাস্টার, কুতুবউদ্দিন আহাম্মেদ, নুরুজ্জামান, মুরাদ আহাম্মেদ ও প্রধান সমন্বয়কারী আল ইমরান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদ এবং উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দুর্জয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, হোসাইন আহম্মেদ রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।