
যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা, ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরের কাপাসিয়ায় আজ (২৮শে আগষ্ট’২৫ বৃহস্পতিবার) বাদ আছর উপজেলা মডেল মসজিদ থেকে যুব মজলিস কাপাসিয়া উপজেলার উদ্যোগে দাওয়াতী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহীদ তাজ উদ্দিন আহমেদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাপাসিয়া উপজেলার সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ রাহমানী’র সভাপতিত্বে ও উপজেলা মজলিসে আমেলা সদস্য মাওলানা সোহাইল আহমাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলার সহ-সভাপতি জনাব সাইফুল ইসলাম ফয়সাল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কাপাসিয়া উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলার বাইতুলমাল সম্পাদক জনাব মাহফুজুর রহমান, কাপাসিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমাদ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বাইতুলমাল সম্পাদক মাওলানা আরিফ হুসাইন, সমাজ কল্যান সম্পাদক মাওলানা মোস্তাক আহমেদ, প্রকাশনা সম্পাদক জনাব তানিজম আহমেদ কায়কোবাদ
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আজিজুল হাকিম, মাওলানা ইবাদুর রহমান, হাফেজ আল আমিন ও হাফেজ সেলিম মোল্লাসহ প্রমুখ।