মুহাম্মাদ নাজমুল হুদা রনি
যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা, ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গাজীপুরের কাপাসিায় আজ (২৫ সেপ্টেম্বর'২৫ বৃহস্পতিবার) বাদ আছর টোক ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী মিছিল ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি টোক নয়ন বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে টোক বাইপাস প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর-৪ কাপাসিয়া আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন
টোক ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা সোহাইল আহমাদ'র সভাপতিত্বে ও বাইতুল মাল সম্পাদক হাফেজ আজিজুল হাকিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাইতুল মাল সম্পাদক জনাব মাহফুজুর রহমান, কাপাসিয়া উপজেলা সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ রাহমানী ও খেলাফত মজলিস টোক ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আবদুল গাফফার।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৪ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন বলেন কাপাসিয়া হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত, সুবিধা বঞ্চিত একটি আসন, আমরা ইতোপূর্বে অনেক নেতা_নেতৃ দেখেছি তারা কাপাসিয়াকে উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের জন্য কিছুই করতে পারে নাই সুতরাং আগামীতে আমরা যুব সমাজকে সাথে নিয়ে দূর্নীতি ও অবহেলা মুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী কাপাসিয়া গড়তে তুলবো। ইনশাল্লাহ
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ক্বারী ওসমান গনী প্রধান, যুব মজলিস কাপাসিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমাদ,বাইতুলমাল সম্পাদক মাওলানা আরিফ হুসাইন, প্রকাশনা সম্পাদক জনাব তানিজম আহমেদ কায়কোবাদ, প্রচার সম্পাদক হাফেজ রাকিব আল হাসান মজলিসে আমেলা সদস্য মাওলানা গালিব আহমাদসহ প্রমুখ।