কালিয়াকৈরে মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের গভীর নিন্দা

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে। পরিষদ জানায়, এ ঘটনা মানবতা ও ধর্ম উভয়ের পরিপন্থী এবং সমাজের জন্য লজ্জাজনক একটি অধ্যায়।

বিবৃতিতে বলা হয়, এই বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পর্যাপ্ত নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়।

পরিষদ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভিন্ন ধর্মাবলম্বী হলেও এই ঘটনাকে কোনোভাবেই সাম্প্রদায়িক রূপ দেওয়া যাবে না। অপরাধী ব্যক্তি হিসেবে বিচার পাবে—কোনো সম্প্রদায়কে নয়।
গাজীপুরের আলেম সমাজকে সংযম ও সতর্ক অবস্থান বজায় রেখে ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ দৃঢ়ভাবে জানায়—এই ধর্ষণ মামলায় এক বিন্দু ছাড় দেওয়া হবে না, অপরাধীদের সর্বোচ্চ শাস্তিই হতে হবে।

স্বাক্ষরিত:
মুফতি কামালুদ্দীন — সভাপতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
মুফতি নেয়ামতুল্লাহ আমিন — সেক্রেটারি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ