JuboKantho24 Logo

কাল চাঁদপুরের কচুয়ায় যাচ্ছেন ইবনে শায়খুল হাদীস; জেলাজুড়ে সাজসাজ রব

কাল চাঁদপুরের কচুয়ায় যাচ্ছেন ইবনে শায়খুল হাদীস; জেলাজুড়ে সাজসাজ রব

নিজস্ব প্রতিবেদন;

চাঁদপুরের কচুয়ায় আগামীকাল শনিবার আগমন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, ইসলামি অঙ্গনের জনপ্রিয় মুখ, বিশিষ্ট আলেমদ্বীন, শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক। তার আগমন উপলক্ষে ইতোমধ্যেই পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ধর্মপ্রাণ তৌহিদি জনতার মাঝে ব্যাপক উদ্দীপনা ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

ইতোমধ্যে কচুয়ার গুরুত্বপূর্ণ মোড়, বাজার, ইউনিয়ন সদর এবং প্রবেশপথসমূহে নির্মাণ করা হয়েছে স্বাগত তোরণ ও ব্যানার। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে তার সমর্থকদের প্রচারণামূলক কর্মসূচি, লিফলেট বিতরণ ও সভার প্রস্তুতিমূলক আয়োজন। বিশেষ করে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আগামী দিনের বিশাল জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আলেম-উলামা, ছাত্রসমাজ এবং রাজনৈতিক সংগঠকদের মধ্যে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী এক ঐক্য।

খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার দায়িত্বশীলগণ দিনরাত পরিশ্রম করে প্রস্তুত করছেন অনুষ্ঠানস্থল। কর্মীবাহিনী কাজ করছে গেট, স্টেজ ও সাউন্ড সিস্টেম নিয়ে।

চাঁদপুর-১ কচুয়া আসনের মনোনীত দলীয় সংসদ সদস্য মুফতি আনিসুর রহমান কাসেমী জনসভার সবশেষ প্রস্তুতি সম্পর্কে বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাঠ, মঞ্চ, নিরাপত্তা, ব্যবস্থাপনা—সবখানে কাজ চলছে চূড়ান্ত ধাপে। ইনশাআল্লাহ আগামীকালের জনসভা হবে কচুয়ার ইতিহাসে এক নতুন মাইলফলক।

তিনি বলেন, এ অনুষ্ঠানকে ঘিরে দলমত নির্বিশেষে সবার মাঝে একটা আশাবাদী ভাব তৈরি হয়েছে। আমরা আশা করছি, কচুয়ার প্রতিটি জনপদ থেকে আগামীকাল মানুষের ঢল নেমে আসবে, ইনশাআল্লাহ।

স্থানীয়রা বলছেন—এই সময়ের অন্যতম সাহসী আলেম ইবনে শায়খুল হাদীস আমাদের মাঝে আসছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। সে জন্য অনেকে পরিবারসহ আগেভাগেই কচুয়ায় অবস্থান নিচ্ছেন যাতে কালকের অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

উল্লেখ্য, ইবনে শায়খুল হাদীস কেবল একজন আলেমই নন, বরং তিনি দেশের যুবসমাজের হৃদয়ের নেতা। তার জ্বালাময়ী বক্তব্য, চিন্তাশীল দৃষ্টিভঙ্গি ও দ্বীনদার আহ্বান ইতোমধ্যেই লাখো মানুষকে আলোড়িত করেছে। সব মিলিয়ে বলা যায়, কচুয়া এখন প্রস্তুত ইতিহাস গড়ার অপেক্ষায়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ