কিশোরগঞ্জ জেলা জমিয়তের গণসমাবেশ অনুষ্ঠিত
২৮ আগষ্ট বৃহস্পতিবার শহরস্থ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত "জুলাই ও শাপলা গণহত্যার বিচার, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে বক্তব্যে রাখেন,
জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,
সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,
জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া
সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ জামী সাহেব।
বক্তব্য রাখেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ।