খতমে নবুওয়ত মহাসম্মেলনে বিনামূল্যে খাবার বিতরণ করেছে আল মাহমুদ ফাউন্ডেশন
রাজধানীতে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে আগত হাজারো আলেম, তুলাবা এবং মুসলিম জনতাকে শীতল পানি, কলা রুটি ও স্যালাইনের মাধ্যমে স্বস্তি পৌঁছে দিয়েছে জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড মাদরাসা কর্তৃক পরিচালিত আল মাহমুদ ফাউন্ডেশন।
প্রখর রোদ ও ভিড়ের মাঝেও আল মাহমুদ ফাউন্ডেশন-এর স্বেচ্ছাসেবক দল শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই মাঠজুড়ে অবস্থান নিয়ে অতিথিদের হাতে হাতে পানি রুটি ও কলা পৌঁছে দেয়।
সম্মেলনে আগত অনেকে জানান, এত বড় জমায়েতে পিপাসা ও প্রচন্ড ক্ষুধার সময় আল মাহমুদ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা যেভাবে দ্রুত পানি ও শুকনো খাবার পৌঁছে দিয়েছেন—তা সত্যিই আরাম ও স্বস্তি দিয়েছে। তাদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
আল মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, এ ধরনের বড় আয়োজনে মানুষের পিপাসা মেটানো এ শুকনো খাবার বিতরণ একটি গুরুত্বপূর্ণ সেবা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শুধু বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করেছি, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারেন।
তিনি জানান, গতকাল জামিয়াতু ইবরাহীমের ৩১ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের ব্যস্ততা থাকায় এবার আমার পূর্ব প্রস্তুতি ভালোভাবে নিতে পারিনি। তবুও আল মাহমুদ ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা দেলওয়ারের সহযোগিতায় আমরা যতটুকু পেরেছি ঈমানী দায়িত্ব মনে করে এখানে খাবার নিয়ে ছুটে এসেছি।