আজ (২৮ জুন'২৪, শুক্রবার) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে সহযোগী সংগঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ এর দারসুল কুরআনের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। এরপর নেজামুল আমাল পর্যালোচনা ও সহযোগী সংগঠকদের বক্তব্য শেষে বেলা সাড়ে চারটায় সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয়।
সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা জেলা উত্তরের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা মহানগরীর প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।