JuboKantho24 Logo

গণঅভ্যুত্থান দিবসে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর বিজয় র‍্যালী অনুষ্ঠিত।

আজ ৫ই আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব এর পরিচালনায় বিজয় র‍্যালী পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি নারায়ণগঞ্জ -৪ আসনের রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা হাশমত আলী, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ফতুল্লা থানা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক, সদর থানার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, মহানগর যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক সোহান খান বক্তব্য প্রদান করেন।

এসময় মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ বলেন, দীর্ঘ ১৬ বছরের যুলুম নিপীড়নের অবসান ঘটিয়ে অসংখ্য ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে জগদ্দল পাথরের ন্যায় মাথার ওপর চেপে বসা স্বৈরাচারী ফাসিস্ট হাসিনার পলায়নের মাধ্যমে আমরা পুনরায় স্বাধীনতা লাভ করেছি। কিন্ত স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অধিক কঠিন। এই নির্মম গণহত্যাকরীদের বিচার দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। অবিলম্বে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ ভাতা ও আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি।

মহানগরীর সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের রিক্সা মার্কার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ বলেন, লেডী ফেরাউন স্বৈরাচার হাসিনা দম্ভ সহকারে বলেছিলো হাসিনা পালায় না। শামীম ওসমান আল্লাহর নামে শপথ করে বলেছিলো আওয়ামী লীগ ছাড়া কেউ ক্ষমতায় আসবে না। কিন্ত নিজ দেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করে তারা তাদের প্রভু নরেন্দ্র মোদীর দেশে চোরের মতো পালিয়ে গেছে। তাই বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই।

মহানগরীর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনের রিক্সা মার্কার মনোনীত প্রার্থী আল-আমিন রাকিব বলেন,
ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে অটুট রাখতে ও দেশকে স্বনির্ভর ও স্থিতিশীল রাখতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দূ্নীতি,অপশাসন, কালোটাকা, পেশী শক্তি ও ফ্যাসিবাদের পুনর্জন্মের সকল উৎসকে সমূলে ধ্বংস করতে হবে। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে বৈষম্যহীন ও ন্যায়পরায়ন শাসন পুর্নাঙ্গ প্রতিষ্ঠা করতে সারা পৃথিবীতে পরীক্ষিত শাসনব্যবস্থা খেলাফত কায়েমের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

উক্ত সমাবেশে মহানগরীর সহ-সভাপতি জনাব নূর আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মনির হোসেন, বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, অফিস সম্পাদক তাওহীদুল ইসলাম, সহ-অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন রফিক, নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, ফতুল্লা থানা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, সদর থানার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ, মহানগর যুব মজলিসের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদরের সভাপতি হাজী লিয়াকত হোসেন, মনারুল ইসলাম সহ মহানগর ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশের পর বিজয় র‍্যালি শহীদ মিনার থেকে শুরু হয়ে গ্রীণলেজ ব্যাংকের মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ