JuboKantho24 Logo

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

 

 

মৌলভীবাজার, ৫ আগস্ট (মঙ্গলবার):
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাদ আসর জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগ পয়েন্টে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল।

সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, মাওলানা রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসলামাইল আলী, বায়তুলমাল সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান হেলালী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, রাজনগর উপজেলা সহ-সভাপতি মাওলানা মওসুফ আহমদ।

পৌর শাখার পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন রায়পূরী, সহ-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম।
খেলাফত যুব মজলিস জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা সংগঠন সম্পাদক শাহিদুল ইসলাম তালহা, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতিক আক হাসান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সংগঠন সম্পাদক জাবির আল মাহমুদ।

খেলাফত ছাত্র মজলিস জেলা সভাপতি আল আমিন সাদী, সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী, সদর উপজেলা সভাপতি হাদী আলম, ছাত্রনেতা আতাউর রহমান ও তারেক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির জাগরণের গুরুত্বপূর্ণ মোড়। আমরা শাপলা চত্ত্বর থেকে যে আন্দোলনের সূচনা করেছিলাম, তা আজ গণমানুষের হৃদয়ে স্পষ্টভাবে প্রোথিত হয়ে আছে। এই পথেই আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”

 

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ