JuboKantho24 Logo

গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে খেলাফত মজলিসের বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

 

গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে খেলাফত মজলিসের বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

চাঁদপুর, ৫ আগস্ট:
গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইতুল আমিন জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, প্রতীক ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা জড়ো হন এবং বিভিন্ন গণমুখী স্লোগানে মুখরিত করে তোলেন শহর।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম।

আলোচনায় বক্তব্য রাখেন—জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী ও আবুল বাসার, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ নিয়ামত হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক আবু হুরায়রা এবং শহর শাখার সহ-সভাপতি আব্দুর রহমান।

সভাপতির বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন,

> “দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে দুঃশাসন, জুলুম ও ভোটহীনতার অন্ধকারে ঠেলে দিয়েছিল। সেই দুঃসময়ে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এ সরকারের পতন ঘটিয়েছে।”

 

তিনি আরও বলেন,

> “সরকার পতনের পর মানুষ একটু স্বস্তি আশা করেছিল। কিন্তু এখন আবার দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠী নতুন রূপে আবির্ভূত হয়েছে। আমরা তাদের সতর্ক করে দিতে চাই—ফ্যাসিবাদী আচরণ করলে কোনো পক্ষই ছাড় পাবে না। খেলাফতে মজলিস বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা রেখে এসেছে। এ দল কোনো সরকারের তোষামোদ করেনি, বরং সত্য ও ইনসাফের কথা বলে জনগণের পাশে দাঁড়িয়েছে।”

 

তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল শ্রেণির মানুষকে একত্রিত হয়ে নতুন ষড়যন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, যুব মজলিসের জেলা প্রচার সম্পাদক মাওলানা হামিম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা তারেক হাসান এবং জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ।

র‌্যালি ও সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

 

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ