
ইসলামিক বক্তা আবু ত্বোহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রীকে ঘিরে গত কয়েকদিন ধরে চলা পারিবারিক বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি উত্তাপের অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এক আবেগঘন বার্তায় বিষয়টির ‘সুন্দর ও উত্তম মীমাংসা’ হওয়ার কথা জানিয়েছেন আবু ত্বোহার স্ত্রী।
তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে।’
ত্বোহার স্ত্রী আরও লিখেছেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে তিনি দীর্ঘ এক কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমাধানে পৌঁছেছেন। সেই সঙ্গে প্রকাশ্যে তওবা করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
‘পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায়-অনিচ্ছায়, উদ্বেগ-উৎকণ্ঠায়, আবেগে, অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুনাহ হয়েছে, তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি রহমান, তওবা কবুলকারী এবং ক্ষমাকারী।’
স্ট্যাটাসে তিনি অনুরোধ জানিয়েছেন, যেন কেউ আর এই ইস্যুটি নিয়ে আলোচনা বা সমালোচনায় না জড়ান।
‘ইনশাআল্লাহ আমি নিজেও পরবর্তীতে এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব। যারা এ ইস্যুটিকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় লিপ্ত, তাদেরও বিরত থাকার অনুরোধ করছি।’
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সব অডিও-ভিডিও কনটেন্ট মুছে ফেলার অনুরোধ জানিয়েছেন।
ত্বোহার স্ত্রী বলেন, ‘আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা-সম্বলিত আমার প্রতিটি অডিও, ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সকল মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
গত কয়েকদিন ধরে আবু ত্বোহা ও তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। সেই পোস্টগুলো ও বিভিন্ন অডিও-ভিডিও ক্লিপ দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। এই ঘটনায় গণমাধ্যমেও তৈরি হয় ব্যাপক আলোচনার ঝড়। কেউ সমালোচনা করেছেন, কেউ আবার মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন।
অবশেষে ধর্মীয় আলেমদের তত্ত্বাবধানে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
স্ট্যাটাসের শেষাংশে আবু ত্বোহার স্ত্রী ধন্যবাদ জানিয়েছেন যারা এই কঠিন সময়ে পাশে ছিলেন। তিনি চান সবাই যেন এই ঘটনাটির ইতি টানেন শান্তি ও পরকালের মঙ্গল কামনায়।