গাজীপুরে সাংবাদিকের উপর পাথর দিয়ে নির্মম হামলা: চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করাই কাল হলো!
গাজীপুর, ৭ আগস্ট:
চাঁদাবাজদের বিরুদ্ধে রিপোর্ট করায় গাজীপুরে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। পাথর দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এই নির্মমতা শুধু একজন সাংবাদিককে নয়, বরং বাকস্বাধীনতাকে আঘাত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাংবাদিকটি চাঁদাবাজদের একটি চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। সে কারণে আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। আজ প্রকাশ্যে তার উপর হামলা চালিয়ে পাথর দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা, যেন তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়া যায়।
এই ঘটনাটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি গোটা সমাজকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।
চাঁদাবাজদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে যে, এখন তারা সরাসরি সংবাদকর্মীদের হাত-পা ভেঙে দিচ্ছে!
বলা যায়, আজকের বাংলাদেশ যেন হয়ে উঠেছে ‘চাঁদাবাজ-ময় এক ভূখণ্ড’।
গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপদ সাংবাদিকতা—সবকিছু আজ প্রশ্নের মুখে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বত্র।