গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হকের ব্যাপক গণসংযোগ

গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হকের ব্যাপক গণসংযোগ

গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর আংশিক) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক রিকশা প্রতীকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) আসরের নামাজের পর শ্রীপুরের বাউনি বাজারে প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই মাওলানা এহসানুল হককে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

গণসংযোগ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মাওলানা এহসানুল হক। তিনি বলেন,
“শ্রীপুরের ইসলামি জনতার পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আমাকে প্রার্থী করেছে। আমি সর্বশ্রেণির মানুষের প্রতিনিধিত্ব করব, কারো প্রতি বৈষম্য করব না। যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সকল ধর্মের মানুষ যেন নিজ অধিকার নিয়ে চলতে পারে সেই পরিবেশ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”
তিনি রিকশা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করে সবার দোয়া প্রার্থনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসিরউদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সাকিব, বাইতুল মাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, খেলাফত যুব মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আহমাদ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ উদ্দিনসহ স্থানীয় উলামায়ে কেরাম ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ