
ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ-সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট আলেম আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে আর কোনো গুন্ডামির রাজনীতি চলবে না। যারা মানুষকে ভয় দেখিয়ে, জিম্মি করে ও চাঁদাবাজি করে রাজনীতি করতে চায়, তাদের দিন শেষ হয়ে গেছে। এখন সময় শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষের নেতৃত্বে আসার।
সোমবার রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় তার নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনের ‘জাগরণী পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, শহীদদের রক্তের প্রতি যদি আপনাদের ন্যূনতম শ্রদ্ধা থাকে, তবে স্পষ্ট অবস্থানে আসুন। মুখে এক কথা আর অন্তরে অন্য কথা এমন ‘মুনাফিকির রাজনীতি’ এ দেশের মানুষ আর বরদাশত করবে না। ওপরে ‘হ্যাঁ’ ভোটের কথা বলে ভেতরে ভেতরে ‘না’ ভোটের প্রচারণা চালানোর নোংরা খেলা বন্ধ করুন।
এলাকার খেলার মাঠ ও খাস জমি দখল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মামুনুল হক বলেন, সরকারি খাস জমি দখল করে ভূমিদস্যুরা অঢেল সম্পদের মালিক হবে, আর আমাদের সন্তানরা খেলার মাঠ পাবে না, এটা হতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, জনগণের রায় নিয়ে বিজয়ী হলে এই দখল বাণিজ্যের শিকড় উপড়ে ফেলা হবে। তিনি আরও বলেন, আপনারা আপনাদের দলগুলো রিফরমেশন (সংস্কার) করুন। মাস্তান ও ক্যাডারদের বাদ দিয়ে শিক্ষিত ও সৎ মানুষের হাতে নেতৃত্ব তুলে দিন।
এদিন বিকাল থেকে শুরু হওয়া ‘জাগরণী পদযাত্রা’টি মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার এই পদযাত্রাটি ঢাকা উদ্যানে গিয়ে শেষ হয়।




