চট্টগ্রামে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি │ বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি ও পাঁচ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১০ অক্টোবর ২০২৫) বিকেলে চট্টগ্রাম জামালখান প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল। সভা সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাস।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী উসমান। বিশেষ অতিথি ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির ও সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ।
আলোচনায় চট্টগ্রাম জেলার মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন—
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মাওলানা আশরাফ বিন ইয়াকুব,
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) মাওলানা মুফিদুল ইসলাম,
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মাওলানা ওজাইর আহমদ হামিদি,
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) মাওলানা এরশাদুল আলম মাসউদ,
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) মাওলানা এনায়েতুল্লাহ মাদানী,
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) মাওলানা হুমায়েদ রাশেদ,
চট্টগ্রাম-১০ (খুলশী) মাওলানা এমদাদুল্লাহ সোহাইল,
চট্টগ্রাম-১১ (পতেঙ্গা) মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।
সভায় সদ্য যোগদানকারী ফটিকছড়ির বিশিষ্ট আলেম মাওলানা হাবিবুল্লাহ আজাদীসহ মহানগর ও যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মহানগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, অফিস সম্পাদক মুফতি মাহবুব বিন মুঈন, সহ বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম, দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা আহমদ বিন সালাম, বায়জিদ থানা সভাপতি হাফেজ আবু মনসুর, যুব মজলিস মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, বায়তুল মাল সম্পাদক হাফেজ নুরুল আফসার, অফিস সম্পাদক ডাঃ আসলাম হোসেন ও মজলিসে আমেলা সদস্য মাওলানা কবির আহমদ নোমানী।
সভায় মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি পাঠ করেন—
১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় সংসদের উচ্চকক্ষে PR (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়ন।
সভা শেষে মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল সমাপনী বক্তব্য রাখেন এবং কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী উসমান দোয়া পরিচালনা করেন।