
চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চাঁদপুর–১ (কচুয়া) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আনিসুর রহমান কাসেমী–এর পক্ষে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহ করেন কচুয়া থানা বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতী আনিসুর রহমান মুন্সী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলার সভাপতি তারেক হাসান এবং কচুয়া থানা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদেন।
দলীয় সূত্রে জানা যায়, চাঁদপুর–১ (কচুয়া) আসনে ইসলামী রাজনীতির পক্ষে জনমত গড়ে তুলতে এবং ন্যায়নীতি, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস এ আসনে মুফতী আনিসুর রহমান কাসেমীকে মনোনয়ন প্রদান করেছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দ্বীনদার, সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন থাকবে এবং আগামী নির্বাচনে কচুয়াবাসী ইসলামী মূল্যবোধের পক্ষে রায় দেবে।




