চাপাইনবয়াবগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত -
শুক্রবার (৪ অক্টোবর) বিকাল পাঁচটায় জেলা শহরস্থ কাসিমুল উলুম মাদ্রাসা মিলনায়তনে জেলার আহবায়ক রমজান আলীর সভাপতিত্বে উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা ইব্রাহিম খলীল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয়) শাকিল আহমদ ও
রাজশাহী জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিলে সকলের মতামতের ভিত্তিতে আব্দুল হান্নান কে সভাপতি, রমজান আলী কে সাধারণ সম্পাদক, রিদওয়ান কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।