জমকালো আয়োজনে ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের উদ্যোগে এক প্রাণবন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সাইনবোর্ডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় কচুয়ার প্রবাসী আলেম-উলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামীর কচুয়াকে আলোকিত সমাজে পরিণত করতে উলামায়ে কেরামের ভুমিকা অপরিসীম। তারা শুধু মসজিদ-মাদরাসা নয়, সামাজিক অঙ্গনেও নেতৃত্ব দিয়ে আসছেন। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কচুয়া একটি আদর্শিক ও শিক্ষাবান্ধব অঞ্চলে পরিণত হবে।

অনুষ্ঠানে উলামা পরিষদের নেতৃবৃন্দ ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, সামাজিক উন্নয়ন, অসহায় ছাত্রদের সহায়তা, মাদরাসার মানোন্নয়ন এবং প্রবাসীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় বক্তারা কচুয়াকে এগিয়ে নেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সমাজকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া এবং আগামী প্রজন্মকে আলোকিত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মত বিনিময় সভা শেষে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। উপস্থিত সবার মধ্যেই কচুয়ার উন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের দৃঢ় প্রত্যয় দেখা যায়।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ