জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহু-আল-শারা বৈঠকের সম্ভাবনা, সিরিয়া আপাতত গোলান হাইটস ছাড়ার দাবি তুলবে না
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে (সেপ্টেম্বর ২০২৫) ইসরায়েল ও সিরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।
বিশ্বব্যাপী আলোচিত এই বৈঠকে অংশ নিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সিরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ আল-শারা। যদি বৈঠকটি সত্যি হয়, তবে এটি হবে দুই দেশের মধ্যে বহু বছর পর সরাসরি উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে আশ্চর্যজনকভাবে, সিরিয়া এই পর্বে ইসরায়েল অধিকৃত গোলান হাইটস ফেরতের দাবি তুলবে না বলে ধারণা করা হচ্ছে। এটি ইঙ্গিত দিতে পারে যে, সম্পর্কের পুনঃস্থাপনকে সিরিয়া এই মুহূর্তে অধিক অগ্রাধিকার দিচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের হাতে গোলান হাইটস দখল হয়ে যায় এবং ১৯৮১ সালে তা একতরফাভাবে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হয়। যদিও আন্তর্জাতিকভাবে তা এখনো স্বীকৃত নয় এবং সিরিয়া বরাবরই অঞ্চলটি ফেরত চেয়ে আসছে।
এই সম্ভাব্য বৈঠক মধ্যপ্রাচ্য রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন দেখার বিষয়, এই আলোচনার পরবর্তী ধাপ কী হয় এবং আদৌ বৈঠকটি বাস্তবায়িত হয় কি না।