JuboKantho24 Logo

‘জাতীয় শিক্ষাক্রমে ইসলামী শিক্ষা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

‘জাতীয় শিক্ষাক্রমে ইসলামী শিক্ষা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

 

ঢাকা, ২৮ জুলাই ২০২৫

 

আজ রাজধানীর মোহাম্মদপুরস্থ একটি মিলনায়তনে “জাতীয় শিক্ষাক্রমে ইসলামী শিক্ষা বাস্তবায়নে করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও ইসলামপন্থী বুদ্ধিজীবীগণ এতে অংশগ্রহণ করেন এবং ইসলামী শিক্ষাকে জাতীয় শিক্ষানীতির মূলধারায় অন্তর্ভুক্তির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা উত্থাপন করেন।

বৈঠকে আলোচ্য বিষয়ে নিম্নোক্ত প্রস্তাবনার ভিত্তিতে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা হয়:

 

প্রস্তাবিত কর্মপন্থা:

 

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকেই কুরআন শিক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণ।

 

শিক্ষা প্রতিষ্ঠানে নামাযের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ ও ধর্মীয় শিক্ষকদের ইমাম হিসেবে নিয়োগ।

 

জেনারেল ও আলিয়া ধারার পাশাপাশি কওমী মাদরাসার দাওরায়ে হাদীস সনদধারী আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি।

 

জাতীয় শিক্ষক নিয়োগ বোর্ডে ইসলামী চিন্তাধারার প্রতিফলন নিশ্চিত করতে বায়তুল মোকাররমের খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান, ঢাকা আলিয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস এবং আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান বা প্রতিনিধি অন্তর্ভুক্তির প্রস্তাব।

 

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, এসব দাবি ও প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক সেমিনারের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হবে এবং এ লক্ষ্যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন:

 

মাওলানা মামুনুল হক, শায়খ আহমাদ উল্লাহ, মুফতী কাজী ইব্রাহীম, মাওলানা হারুন আজীজ নদভী, মুফতী জসীম উদ্দিন রাহমানি, মুফতী মুনির কাসেমী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতী হারুন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আহমদ রফিক, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মুফতী রেজাউল করিম আবরার, মুফতী আমির হামজা, ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম, মাওলানা আবুল হাসানাত জালালাবাদীসহ অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরাম ও চিন্তাশীল ব্যক্তিবর্গ।

 

এ বৈঠক দেশের শিক্ষা কাঠামোতে ইসলামী মূল্যবোধ সংযুক্তির প্রয়াসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ