জুলাই আন্দোলনের আহত সৈনিকের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ : বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
আতিক গাজী! উত্তরার অধিবাসি,একজন সাহসী জুলাই যুদ্ধা, যিনি দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়ে নিজের মহামূল্যবান হাতটি হারিয়েছিলেন — আজ আবার সেই একই সরকারের শাসনে নিজের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে অংশ নিতে গিয়ে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন।
আজ সংসদ ভবনের সামনে অধিকার অন্তর্ভুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে অংশ নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তার ওপর নির্মমভাবে হামলা চালায়। তার কৃত্রিম হাতটি ভেঙে ফেলা হয় এবং সাউন্ড গ্রেনেডের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি শুধু একজন প্রতিবাদীর ওপর হামলা নয়—এটি মুক্তচিন্তা, ন্যায় ও ন্যায়ের জন্য লড়াইরত প্রতিটি মানুষের ওপর আঘাত।
যে জুলাইয়ের সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে সরকার ক্ষমতায় এসেছে, আজ সেই সরকারই সেই জুলাই সৈনিকদের ওপর দমননীতি চালাচ্ছে—এটি জাতির জন্য গভীর লজ্জার বিষয়।
আমরা দাবি জানাচ্ছি—
১. আহত ওই যুবকের চিকিৎসার দায়িত্ব অবিলম্বে সরকারকে নিতে হবে।
২. হামলাকারীদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
৩. জুলাই আন্দোলনের নায়কদের মর্যাদা ও অধিকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।
জুলাইয়ের রক্তে গড়া দেশকে আজ আবার ফ্যাসিবাদের ছায়া ঘিরে ধরেছে। এই দমননীতি চলতে পারে না। আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিচ্ছে।
জুলাইয়ের সন্তানদের রক্ত বৃথা যেতে দেব না। সত্য ও ন্যায়ের লড়াই চলবেই।
বিবৃতি দাতা:
মুফতি কামালুদ্দীন
সভাপতি : বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।
মুফতি নেয়ামতুল্লাহ আমিন
সেক্রেটারি বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।
J