
জুলাই আন্দোলনে উলামায়ে কেরামের ঐতিহাসিক অবদান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
“বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, জুলুমমুক্ত রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার কাতারে এসে মাদরাসার ছাত্র-শিক্ষকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।” — মুফতি নেয়ামতুল্লাহ আমিন
গতকাল ৮ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে উত্তরা উত্তরখান থানায় “জুলাই আন্দোলনে উলামায়ে কেরামের অবদান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুফতি সাইফুল ইসলাম, সহসভাপতি, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর। সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মাওলানা গাজী মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন।
তিনি বলেন,
> “একশোরও বেশি মাদরাসার ছাত্র ও শিক্ষক শহীদ হয়েছেন এই আন্দোলনে। উত্তরা অঞ্চলের প্রথম শহীদ ছিলেন হাফেজ মাওলানা জসিম উদ্দিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনো আমাদের রাষ্ট্রে সুশাসন, ইনসাফ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি।”
তিনি আরও বলেন,
> “এখনই সময়—পরীক্ষিত ওলামায়ে কেরাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বকে সামনে এগিয়ে নেওয়ার। ইনসাফভিত্তিক, কুরআনি শাসন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।”
কমিটি গঠন ও ঘোষণা
আলোচনা সভায় ৪৫ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি গঠিত হয়।
সভাপতি: মাওলানা মুফতি রুহুল আমিন
সিনিয়র সহ-সভাপতি: মাওলানা শহিদুল ইসলাম
সেক্রেটারি: মাওলানা আব্দুল হান্নান
সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোহাম্মদুল্লাহ সিরাজী
২৫ সদস্যবিশিষ্ট এই কমিটিকে প্রতিটি মহল্লায় ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মুফতি শফিউল আলম, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী, মাওলানা মহিউদ্দিন, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহমেদ জুবায়ের, মাওলানা জায়েদ হাসান, মাওলানা আজিজুল হক, মাওলানা আশরাফ মাহমুদ মহল্লী, মাওলানা নাহিদ হাসান, মাওলানা ইলিয়াস, মাওলানা আকরাম, মাওলানা মুজাহিদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শামসুল আলম, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মুসলিম উদ্দিন প্রমুখ ওলামায়ে কেরাম।
সভায় বক্তারা নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন এবং বলেন—
“আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হলে শুধু স্লোগানে নয়, বাস্তব জীবনে দ্বীনের পূর্ণ বাস্তবায়নের জন্যই সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।”
রিপোর্টার: আনোয়ার মাহমুদ
স্থান: উত্তরখান, উত্তরা, ঢাকা
উৎস: বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর