
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার ‘জুলাই যোদ্ধা’দের স্মরণে ‘স্মৃতি বাতায়ন’ অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকা, ১৮ জুলাই (শুক্রবার):
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ’ শীর্ষক স্মরণানুষ্ঠান ও আলোচনা সভা ‘স্মৃতি বাতায়ন’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ্, এবং সঞ্চালনায় ছিলেন শাখার মহানগর উত্তরের সহ-সভাপতি শাহ্ আহমদুল্লাহ মাহমুদ ও বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ্ আমীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।
তিনি বলেন, “জুলাই বিপ্লব, আন্দোলন ও সংগ্রাম—এসব আমাদের রক্তের সাথে মিশে আছে। যেখানেই অন্যায় হবে, আমরা প্রতিবাদ করব—চাই সে অন্যায়কারী যেই হোক না কেন, এমনকি যদি আমাদের দলের লোকও হয়, তবুও অন্যায়ের সাথে কোনো আপোষ নয়। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সদা সোচ্চার থাকব, ইনশাআল্লাহ।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর মুহতারাম সভাপতি আব্দুল আজিজ।
তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জুলাই বিপ্লবে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিল। আমাদের একদল ছিল মাঠের আন্দোলনে, অন্যরা আহতদের সেবা করেছে, ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছে। আন্দোলনের এ পথেই আমরা অগ্রসর থাকব। আমাদের সংগ্রাম থেমে থাকবে না, ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ্ আমিন ও খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাফত মজলিস (ঘড়ি) ঢাকা মহানগর উওরের সভাপতি মাওলানা খন্দকার সাইফ উদ্দিন আহমাদ ও মাওলানা কাউসার আহমাদ সুহাইল।
অনুষ্ঠানের শেষপর্বে মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ‘জুলাই যোদ্ধা’দের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ অবদান স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন। তারা বলেন, এই শহীদদের স্মৃতি আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।