রাজধানীর উত্তরা পার্টি সেন্টারে আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি, আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এবং খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
সেমিনারে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুফতি ওসমান আশরাফি।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন—
জনাব আশরাফুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী
ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ
মাওলানা আনোয়ার রাজি, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর
এডভোকেট জামাল উদ্দিন, বৃহত্তর উত্তরা জোন পরিচালক ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য
জনাব মো. আবু সাঈদ, আমির, দক্ষিণখান থানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী
মুফতি কামাল উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-অর্থবিষয়ক সম্পাদক ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি
অনুষ্ঠানে ওলামা-মাশায়েখ, বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।