আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ কয়েক দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। একজন সচেতন ছাত্রনেতা ও সমাজকর্মীর এমনভাবে নিখোঁজ হয়ে যাওয়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তার পরিবারের আহাজারি, ছাত্র সমাজের উৎকণ্ঠা এবং সাধারণ মানুষের শঙ্কা আজ পুরো দেশকে নাড়া দিয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, এখনো পর্যন্ত তাকে উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো উদ্যোগ জনগণের সামনে দৃশ্যমান হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক, অমানবিক ও অগ্রহণযোগ্য।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—কে এম মামুনুর রশিদকে অতি দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় এ ঘটনা সরকারের চরম গাফিলতি ও দায়সারা মনোভাব হিসেবেই বিবেচিত হবে।
আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে জানাচ্ছি, একজন তরুণ ছাত্রনেতার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনরোষ আরও ভয়াবহ আকার ধারণ করবে।
আমরা জোর দাবি জানাচ্ছি—কে এম মামুনুর রশিদকে অবিলম্বে সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের নিকট ফিরিয়ে দিতে হবে।
বিবৃতিদাতা
মুফতি কামালুদ্দিন
সভাপতি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ
মুফতি নেয়ামতুল্লাহ আমিন
সেক্রেটারি, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ