জুলাই সনদের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি খেলাফত মজলিসের

ঢাকা | ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর মজলিস মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এই দাবিগুলো তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমাদের পাঁচ দফা কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, বরং জনগণের অধিকার, ন্যায়পরায়ণতা ও দেশের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত।”

পাঁচ দফা দাবি

১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন
২. আওয়ামী লীগের দোসর ও ভারতের এজেন্ট—জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ
৩. আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা
৫. জাতীয় সংসদের উচ্চকক্ষে PR পদ্ধতি বাস্তবায়ন

মামুনুল হক বলেন, জুলাই সনদ হলো ছাত্রজনতার সংগ্রাম ও ত্যাগের দলিল, যা অবিলম্বে কার্যকর করতে হবে। তিনি জাতীয় পার্টি ও ১৪ দলকে “ভারতের দোসর” আখ্যায়িত করে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ীদের বিচার করতে হবে। এছাড়া সংসদে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) ব্যবস্থা চালুর দাবিও জানান তিনি।

কর্মসূচি

দাবি আদায়ে খেলাফত মজলিস তিনটি কর্মসূচি ঘোষণা করেছে—

১৮ সেপ্টেম্বর: ঢাকায় বিক্ষোভ মিছিল

১৯ সেপ্টেম্বর: সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল

২৬ সেপ্টেম্বর: দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল

সম্মেলনের শুরুতে সংগঠনটি শাপলা গণহত্যা, জুলাই–আগস্ট বিপ্লব ও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়।

বক্তব্যের শেষে খেলাফত মজলিসের আমীর সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি—বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।”

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ