ঢাকা, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের খবর প্রচার করতে গিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় দুঃখজনকভাবে নিহত সাংবাদিকের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন,
“গণতান্ত্রিক আন্দোলনের খবর তুলে ধরতে গিয়ে এক সাহসী সাংবাদিকের প্রাণহানি আমাদের জন্য বেদনাদায়ক। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দেখা যাচ্ছে, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা এমনকি মৃত্যুর শিকার হচ্ছেন।”
তিনি আরো বলেন, নিহত সাংবাদিকের ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ছাত্রশিবির তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি হামলার শিকার হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।