আরাফাত নুর;
'শাপলা থেকে জুলাই বিপ্লব;শহীদদের মাগফিরাত কামনা ও ভারতীয় আগ্রাসন মুকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা' সেমিনার করে কারাবন্দী আলেমদের সংবর্ধনা দিতে যাচ্ছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। আগামী ২২ ডিসেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে আব্দুল্লাপুর পলওয়েল কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রথম সারির মাজলুম ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা বাইতুল মুমিন মাদরাসা মিলনায়তনে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ-এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেয়া হয়।
সংগঠনের সভাপতি মুফতি কামালুদ্দীনের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মুফতি আবু সালেহ রহমানি,সহসভাপতি অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ খন্দকার,সহসভাপতি মাওলানা আরিফ হক্কানি,সহসভাপতি মুফতি ইদ্রীস কাসেমি,জয়েন্ট সেক্রেটারী মাওলানা এমদাদুল্লাহ,জয়েন্ট সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম,জয়েন্ট সেক্রেটারী মুফতি মুহাম্মদুল্লাহ,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবু তলহা মাসুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুফতি মহিউদ্দিন কাসেমী,সহসাংগঠনিক সম্পাদক মাওলানা বশীর আহমেদ,উত্তরা পূর্ব থানার সেক্রেটারী মাওলানা কাউসার আহমেদ সুহাইল,তুরাগ থানা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদেকুজ্জামান,উত্তরা পশ্চিম থানা উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ,জয়েন্ট সেক্রেটারি সম্পাদক মুফতি ইলিয়াছ হুসাইন,বিমানবন্দর থানার সহসভাপতি মাওলানা আবু বকর ও হাফেজ রফিকুল ইসলাম,হাফেজ হারুনুর রশীদ,হাফেজ লতিফুর রহমান,মাওলানা রবিউল ইসলাম,দক্ষিণখান থানা উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল জাব্বার,সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান তাউহিদ,জয়েন্ট সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম জিহাদি,জয়েন্ট সেক্রেটারি মাওলানা গাজী মাসুদুর রহমান,দপ্তর সম্পাদক মুফতি মায়ারিফুল হক,প্রচার সম্পাদক মাওলানা ফজলুল হক,হাফেজ আসাদুল্লাহ,মাওলানা আব্দুল মান্নান।
এ সময় বক্তারা মাওলানা সাদ ও তার অনুসারীদেরকেও যেকোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দেন।
বক্তারা বলেন, সাদপন্থীরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ চলে গেলেও তারা এখন বর্তমান সরকারের উপদেষ্টাদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ইসলামকে বিভক্ত করার চেষ্টা করছে। মাওলানা সাদকে দেশে আনার চেষ্টা করা হলে দেশের ধর্মপ্রাণ মুসলমান সেটা কখন-ই মেনে নেবে না।
এসময় বৃহত্তর উত্তরার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, মাদরাসার মুহতামিম ও আলেমগণ উপস্থিত ছিলেন।