
গতকাল বাদ এশা ঢাকা-১৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম বিনয়ী সাহেবের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী।
এছাড়া ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী ও ঢাকা-১৬ আসনের প্রার্থী মাওলানা মাহবুবুর রহমান কাসেমীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন যে, এ অফিস উদ্বোধনের মাধ্যমে ঢাকা-১৪ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিতভাবে অগ্রসর হবে ইনশাআল্লাহ