ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শ্রীপুর থানা সভাপতির খোঁজখবর নিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দলের শ্রীপুর থানা সভাপতি মাওলানা আব্দুস সাত্তারকে দেখতে যান। দীর্ঘদিন ধরে অসুস্থ আব্দুস সাত্তার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে মহাসচিব চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বলেন, “দল ও সংগঠনের জন্য মাওলানা আব্দুস সাত্তারের অবদান অনস্বীকার্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।”

মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমাদ এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হক।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ