
ঢাকা-১৮ আসনের আওতাধীন উত্তরা ৫০ নং ওয়ার্ডের উলামা-মাশায়েখদের নিয়ে দক্ষিণখান কসাইবাজার রেললাইন সংলগ্ন আমের চাইনিজ রেস্তোরাঁয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আশরাফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পূর্ব থানার সভাপতি মুফতি নুরে আলম সিদ্দিক।
এছাড়াও সভায় অংশ নেন এতদাঞ্চলের বিশিষ্ট উলামা-মাশায়েখবৃন্দ।
মতবিনিময় সভায় আলোচকরা বলেন, ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণই সময়ের দাবি। ওলামায়ে কেরামের বক্তব্যে ফুটে ওঠে— যদি সকল ইসলামী দল একটি প্রতীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়, তবে বিপুল ভোটে বিজয় অর্জন সম্ভব হবে এবং দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তাঁরা আরো বলেন, ইসলামী দলগুলোর মধ্যে বিভাজন বা পৃথক নির্বাচনী জোট ওলামা-মাশায়েখ সমাজ দেখতে চায় না।
সভা শেষে দক্ষিণখান উলামা-মাশায়েখ পরিষদকে এমন সুন্দর ও অর্থবহ মতবিনিময় সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।