ঢাকা-১৮ আসনে রিকশা মার্কার প্রার্থীর প্রচারণা

[নিজস্ব প্রতিবেদক]
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কা নিয়ে ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী, উত্তরার মাটি ও মানুষের প্রিয় নেতা, বারবার কারা নির্যাতিত মজলুম আলেম, উত্তরা বাইতুল মুমিন মাদরাসার প্রিন্সিপাল ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন শনিবার (২৩ আগস্ট) নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।

এদিন যোহরের নামাজ আদায়ের পর তিনি কসাইবাড়ি জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর কসাই বাজারের দোকানদার, ব্যবসায়ী ও মোল্লারটেকের সর্বস্তরের মানুষের মাঝে রিকশা মার্কার পক্ষে সমর্থন চান।

প্রচারণাকালে তিনি বলেন, “আল্লামা মামুনুল হকের সালাম নিন, রিকশা মার্কায় ভোট দিন। শ্রমিক-মজদুর- মেহনতি মানুষের আসল মার্কা হলো রিকশা মার্কা।”

আয়োজকরা জানান, মাঠে নেমে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তাঁরা আশাবাদী, ঢাকা-১৮ আসনে আসন্ন নির্বাচনে রিকশা মার্কা একটি বড় জয় নিশ্চিত করবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরা জোনের,যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ
সর্বশেষ
সর্বশেষ