টানা তৃতীয়বারের মতো মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি।
সোমবার (১৮ ডিসেম্বর) মিশরের নির্বাচন কমিশন ন্যাশনাল ইলেকশনস অথোরিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করে।
এর আগে ১০ ডিসেম্বর থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশরে তিন দিনের নির্বাচনের পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষ হয়। সোমবার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
মিশরের নির্বাচন কমিশন ন্যাশনাল ইলেকশনস অথোরিটি বলেছে, মোট ভোটের ৮৯ দশমিক ৬ শতাংশই পড়েছে আল-সিসির ঝুলিতে। কমিশন আরও জানিয়েছে, তিন দিনব্যাপী নির্বাচনে ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট হন সিসি। ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। আগের দুটি নির্বাচনেই তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।
এই নির্বাচনে জয়ের মাধ্যমে ২০৩০ সাল পর্যন্ত টানা ১৬ বছর ক্ষমতায় থাকবেন সিসি।