
ত্রিশাল প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে ঈদের আনন্দকে ঈমানি দায়িত্ব ও আন্দোলনের বন্ধনে রূপ দিতে অনুষ্ঠিত হলো ‘ঈদ পুনর্মিলনী ২৫’।
আজ১১ জুন, বুধবার বিকেল ৩টায় ত্রিশালের মাদরাসাতুল মানারে এই অনন্য আয়োজন ছিল দ্বীনি চেতনা, আদর্শিক বন্ধন ও আত্মসমালোচনার এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি কায়সার আহমাদ কাইফ এবং সঞ্চালনায় ছিলেন মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের,সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন,বাংলাদেশ খেলাফত যুব মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন,জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ সিদ্দিক,বায়তুল মাল সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম,স্কুল-কলেজ ও মাদরাসা বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রাক্তন দায়িত্বশীলদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাম্মাদ সানাউল্লাহ।
এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,উত্তরা পূর্ব থানা শাখার সভাপতি আব্দুল্লাহ ইকবাল, তেজগাঁও থানার সভাপতি ইমরান হুসাইন পাবেল,কেরানীগঞ্জ মডেল থানার বায়তুল মাল সম্পাদক রাফি।
এসময় বক্তারা বলেন,ত্রিশালে কীভাবে দ্বীন বিজয়ের এই সংগ্রামী কাফেলাকে আরও সুসংগঠিত ও গতিশীল করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তারা সংগঠনের করণীয়, ছাত্রদের ভূমিকা এবং বাস্তবায়নযোগ্য পরিকল্পনার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ বলেন,“বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ অন্যায়, দুর্নীতি ও অবক্ষয়ের ভয়াবহ স্রোত বইছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আদর্শিক ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের মাধ্যমে দ্বীনের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন,“ছাত্র মজলিসের মূল লক্ষ্য হলো—আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ঈদের প্রকৃত খুশি অপূর্ণই থেকে যাবে।”
পরে ঈদ শুভেচ্ছা বিনিময়, প্রেরণাদায়ী আলোচনা, দায়িত্বশীলদের অভিজ্ঞতা বিনিময় ও দেশ-জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।