
ত্রিশাল (ময়মনসিংহ), ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত মাসব্যাপী দাওয়াতি মাস উপলক্ষে ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে সাব-রেজিস্ট্রার অফিস মসজিদ সংলগ্ন স্থানে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা সভাপতি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার।
এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলার সহ-সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা এখলাছ উদ্দিন, হাফেজ আবু বকর সিদ্দিকসহ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।
বক্তারা বলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে দাওয়াতি মাসের গুরুত্ব অপরিসীম। এজন্য সবাইকে আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠার সাথে দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে হবে।
অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন দ্বীনি ভাই সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।