দক্ষিণখানে অটো রিকশার বেপরোয়া গতিতে স্কুলছাত্র নিহত: এলাকাবাসীর ক্ষোভ ও দাবিতে উত্তাল কসাইবাড়ি রোড

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে দক্ষিণগাঁন রোডে প্রতিনিয়ত ভয়াবহ যানজট ও অটো রিকশার বেপরোয়া চলাচলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আজ বুধবার সকালে মোল্লারটেক প্রেমবাগান এলাকায় একটি অটো রিকশার তলে পড়ে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কসাইবাড়ি থেকে দক্ষিণখান পর্যন্ত রাস্তাটি থানা এলাকার অন্যতম প্রধান সড়ক হলেও এখানে নিয়মিত কোনো ট্রাফিক পুলিশ নেই। ফলে যে যেমন পারছে, তেমনি গাড়ি চালাচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রাণ হারাচ্ছে।

দক্ষিণখান এলাকার প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষের বসবাস। এলাকাটি সিটি কর্পোরেশনের আওতাধীন হলেও নাগরিক সুবিধার দিক থেকে এখনো অবহেলিত। নিয়মিত ট্যাক্স দেওয়ার পরও রাস্তাঘাট, ড্রেনেজ, ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

এলাকাবাসীর দাবি—
১. কসাইবাড়ি রোডে অবিলম্বে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে।
২. অটো রিকশার বেপরোয়া চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৩. যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনকে দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়নে নামতে হবে।

স্থানীয়দের ভাষায়, “প্রায়ই আমাদের চোখের সামনে দুর্ঘটনায় প্রাণ ঝরছে, কিন্তু দেখার কেউ নেই। এখনই ব্যবস্থা না নিলে এই রাস্তাটি মানুষের মৃত্যুকূপে পরিণত হবে।”

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ