নিজস্ব প্রতিবেদক:
আলহামদুলিল্লাহ! দাওয়াতি কাজের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রাখতে আজ সফলভাবে সম্পন্ন হলো "দাঈ সম্মেলন"।
সম্মেলনে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান আরাবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা মুফতী সাখাওয়াত হোসাইন রাজী হাফিজাহুল্লাহ। এছাড়াও দেশের খ্যাতিমান আলোচক, লেখক, গবেষক ও ইসলামিক স্কলারগণ অংশ নেন।
আয়োজকদের মতে, আজকের এই সম্মেলন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং দাওয়াতি কাজে নতুন উদ্দীপনা সঞ্চার এবং দ্বীনের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মহামিলন হয়ে উঠেছে।
সম্মেলনে আলোচকবৃন্দ দাওয়াতের গুরুত্ব, সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে দ্বীনের পথে আহ্বান করার অপরিহার্যতা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তাঁদের প্রজ্ঞাময় দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের অন্তরে নতুন উদ্যম ও প্রেরণা জুগিয়েছে।
আল্লাহর বিশেষ মেহেরবানিতে উলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষক, তরুণ দাঈ ও দ্বীনপ্রাণ মুসলিম জনতার আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি অনন্য, স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মেলনের বরকত দাওয়াতি অঙ্গনকে আরও গতিশীল করবে এবং দ্বীনের কাজের প্রতি অংশগ্রহণকারীদেরকে অবিচল রাখবে।