দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি

১৪৪৭ হিজরী/২০২৬ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে আগামী ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার। ৭/৮ শা‘বান ১৪৪৭ হিজরী মোতাবেক এদিন সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সূত্রে জানা যায়, লাগাতার ১০ দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৬/১৭ শা‘বান ১৪৪৭ হিজরী, মোতাবেক ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার। তবে পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি তারিখই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টা থেকে শেষ হবে ১১টা ৩০ মিনিটে। বাকি ৯ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিন তিরমিযী শরীফ (আউওয়াল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শেষ দিনে পরীক্ষা নেওয়া হবে মুওয়াত্তায়ে ইমাম মালিক (র.) ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (র.) বিষয়ে। বিস্তারিত রুটিন সংযুক্ত ফাইল থেকে দেখা যাবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বঘোষিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৬তম সভা এবং আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মনিটরিং সেলের সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন তারিখ নির্ধারণ করা হয়।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যানের নির্দেশক্রমে এ তথ্য জানান অফিস ব্যবস্থাপক মুহা. অছিউর রহমান।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ