
দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে রিকশা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, দিনাজপুর চেম্বার অব কমার্সের সদস্য জননেতা হাফেজ মাওলানা জোবায়ের সাঈদ-এর পক্ষে আজ সোমবার (৮ ডিসেম্বর) এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় খোশালডাঙাহাট থেকে শুরু হওয়া এই প্রচার মিছিল দোগাছি, বিস্তর বিরল, নাড়া বাড়ি, ছাতৈল, মেহেরপুর ও সেতাবগঞ্জ (বোচাগঞ্জ) হয়ে বিকাল ৫টায় পুনরায় খোশালডাঙা হাটে এসে শেষ হয়। প্রায় তিন শতাধিক মোটরসাইকেল এবং কয়েকটি প্রাইভেটকার ও পিকআপের অংশগ্রহণে মিছিলটি পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মিছিল শেষে খোশালডাঙা হাটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা সভাপতি ও দিনাজপুর–৩ (দিনাজপুর সদর) আসনের রিকশা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম।
এসময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম–ওলামা, তরুণ ভোটার ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




