দুর্ভিক্ষের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গাজা;পুষ্টিহীনতার ঝুঁকিতে ১ লাখ ৩০ হাজার শিশু

গাজা সিটি ও এর আশপাশের এলাকায় এখন চরম দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও অপুষ্টি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।

জাতিসংঘ সমর্থিত এ সংস্থা গাজার অবস্থা সর্বোচ্চ ধাপ ফেজ–৫–এ উন্নীত করেছে। এ স্তরের অর্থ হলো—দুর্ভিক্ষ ও মৃত্যু।

আইপিসি বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে শেষ নাগাদ এই দুর্ভিক্ষের স্তর বিস্তৃত হতে পারে মধ্য গাজার দেইর আল–বালাহ এবং দক্ষিণের খান ইউনিস এলাকাতেও।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে গাজা জুড়ে ৫ লাখেরও বেশি মানুষ ফেজ–৫ বা দুর্ভিক্ষ পরিস্থিতিতে রয়েছে। এছাড়া আরও প্রায় ১০ লাখ ৭০ হাজার মানুষ (গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ) ফেজ–৪ অর্থাৎ ‘জরুরি’ অবস্থায় আছেন। আর ৩ লাখ ৯৬ হাজার মানুষ (২০ শতাংশ) ফেজ–৩ অর্থাৎ ‘সঙ্কট’ পরিস্থিতির মধ্যে রয়েছেন।

এদিকে আইপিসির এই রিপোর্টকে মিথ্যা ও বানোয়াট বলছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এই প্রতিবেদন হামাসের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

আইপিসি আরও জানিয়েছে, গাজায় পাঁচ বছরের নিচে অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু আগামী জুন পর্যন্ত তীব্র অপুষ্টিতে ভুগবে। এটি চলতি মে মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি।

সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে প্রায় ৪১ হাজার শিশুর অবস্থা গুরুতর, যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

শুধু শিশুই নয়, প্রায় ৫৫ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছেন এবং তাদের জরুরি পুষ্টি সহায়তা প্রয়োজন।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ