জাতীয় নেতৃত্ব বিকাশের দৃষ্টিভঙ্গি নিয়ে "জাতীয় উলামা কাউন্সিল" গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক এর আহবানে গুরুত্বপূর্ণ এক পরামর্শ সভা অনুষ্ঠিত হলো আজ।
আলোচনা হয়েছে একটি শক্তিশালী জাতীয় উলামা কাঠামো গঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে।
দেশের গ্রহণযোগ্য উলামায়ে কেরামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করেন আল্লামা মা-মু-নু-ল হক।
কমিটির সদস্যরা হলেন
মাওলানা আতাউল্লাহ আমীন (সমন্বয়ক)
মাওলানা আখতারুজ্জামান
মাওলানা আব্দুল কাইয়ুম
মুফতী নোমান কাসেমী
মাওলানা আব্দুর রহিম আল মাদানি
মুফতী কামালুদ্দীন
মাওলানা আব্দুল্লাহ ইহইয়া
মাওলানা আবু মুহাম্মাদ রহমানী
মাওলানা রাশেদ বিন নূর
মাওলানা শাহেদ জহেরী
মাওলানা আদনান মাসউদ
মাওলানা নিয়ামতুল্লাহ আমীন
মাওলানা জুনায়েদ হাবিব
মাওলানা মাহমুদুল হাসান
মুফতী আরাফাত হুসাইন
মাওলানা জুবায়ের।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন— মাওলানা ইউসুফ আশরাফ,
মুফতি সাঈদ নূর,
শাইখুল হাদিস মাওলানা জহুরুল ইসলাম
মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আব্দুল বাসেত খান, ক্বারী আহমদ বিন ইউসুফ,
মাওলানা আব্দুর রহিম মাদানী, মাওলানা আক্তারুজ্জামান, মুফতী নোমান কাসেমী, মাওলানা আদনান মাসউদ,
মাওলানা বদরে আলম সিলেটি,
মাওলানা মাহমুদুল হাসান,
মাওলানা জুবায়ের,
মাওলানা আব্দুল কাইয়ুম,
মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া (খুলনা),
মাওলানা খালেদ সাইফুল্লাহ (বি-বাড়িয়া),
মাওলানা মাহমুদুল হাসান (নারায়ণগঞ্জ),
মুফতি কামাল উদ্দিন (উত্তরা),
মাওলানা উবায়দুল্লাহ শাকের (যশোর),
মাওলানা শাহেদ জাহেরী, মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।
সভা সঞ্চালনা করেন মাওলানা আতাউল্লাহ আমিন।
#উলামা_ঐক্য
#জাতীয়_পরামর্শ
#ইসলামী_আন্দোলন
#একতাই_শক্তি