
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তবে দেশ স্বৈরাচারমুক্ত হলেও স্বৈরাচারী ব্যবস্থার অবসান হয়নি। আওয়ামী লীগ নাগরিকদের ভোটাধিকার হরণ করেছে। গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী যেন নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরিহার্য।
২২ আগস্ট শুক্রবার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কালিবাড়ী বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।