ফিলিস্তিনের নিরপরাধ মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ভারতের বিজেপি সরকারের নেতৃত্বে সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশে হাটহাজারি উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, বিশ্বের কোথাও মুসলমানরা নিরাপদ নয়। ফিলিস্তিনে দখলদার ইসরায়েল দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আর ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিপীড়ন চলছে। আমরা এসব বর্বরতার তীব্র নিন্দা জানাই এবং বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
হেফাজত নেতারা স্পষ্টভাবে ঘোষণা দেন, বাংলাদেশ থেকে এক লাখ জানবাজ মুজাহিদ ফিলিস্তিনের মুক্তির জন্য যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মুসলমানদের রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত।
এ সময় হেফাজত নেতারা বাংলাদেশ সরকারকে সতর্ক করে বলেন, ভারতপন্থী কোনো সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে ইসলামবিরোধী রাজনীতি চলবে না। আওয়ামী লীগ ইসলাম ও দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাই তাদের নিষিদ্ধ করতে হবে।
আমরা জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাই, দ্রুত ফিলিস্তিনের গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিন এবং ভারতের মুসলমানদের রক্ষায় ব্যবস্থা গ্রহণ করুন।